সুন্নতী খাবার ‘কিস্সা’

অত্যন্ত প্রশান্তিদায়ক একটি সুন্নতি খাবার “কিস্সা” অর্থাৎ শসা-খেজুর
‘আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী খাবার ‘কিস্সা’|

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শসাকে তাজা খেজুরসহ খেতেন এবং ইরশাদ মুবারক করতেন যে, এটার তাপ ওটার ঠান্ডাকে দমন করে। (আবূ দাউদ শরীফ, তিরমিযী শরীফ)।
এটাও বর্ণিত আছে যে, মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মুমিনীন আছ ছালিছাহ হযরত ছিদ্দীকাহ আলাইহাস সালাম উনাকে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হুজরা শরীফ মুবারকে পাঠানোর আগে উনাকে উনার মহাসম্মানিতা আম্মাজান তিনি নিয়মিত খেজুর ও শসার এই সুন্নতী খাবার মুবারক খাইয়েছেন। অর্থাৎ ‘রাত্বব বা খেজুর’ দিয়ে শসা খেয়েছেন। সুবহানাল্লাহ!
বরকতময় আরও অনেক ধরণের সুন্নতী খাবার মুবারক সম্পর্কে আরও বিস্তারিত জানতে মহাপবিত্র রাজারবাগ দরবার শরীফ থেকে প্রকাশিত সুন্নত খাদ্যসামগ্রী নামক কিতাব মুবারকটি সংগ্রহ করুন।
বিশেষত বরকতময় সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় সুন্নতী সিামগ্রী সংগ্রহ করতে যোগাযোগ করুন-
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র, সাইয়্যিদুল আইয়াদ শরীফ গেট, ৫ আউটার সার্কুলার রোড, রাজারবাগ শরীফ, ঢাকা- ১২১৭
ফোন: ০১৭৮২-২৫৫২৪৪, ০১৩০২-৯৪৫৮২০, ০১৭১১-২৭২৭৭৩, ০১৭১১-২৭২৭৮৬

إرسال تعليق

0 تعليقات