খরগোশের গোশত খাওয়া খাস সুন্নতে রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম৷
হাদীছ শরীফঃ
حدثنا أبو الو ليد حدثنا شعبة عن هشام بن زيد عن أنس رضي الله عنهزقال أنفجنا أرنباو نحن بمر الظهر ان فسعى القوم فلغبو افأ خذ تها فجنت بهم إلى أبي طلحة فذ بحها فبعث بور كيها أو قال بفخذ يها إلى النبي صلى الله عليه و سلم فقبلها
অর্থঃহযরত আনাস রদ্বিয়াল্লাহু আনহু উনার থেকে বর্ণিত।তিনি বলেনঃআমরা ‘মাররুয যাহরান’ নামক স্থানে একটি খরগোশ ধাওয়া করলাম।তখন লোকজনও এর পিছনে ছুটল এবং তারা ক্লান্ত হয়ে পড়ল।এরপর আমি সেটিকে ধরতে সক্ষম হলাম এবং আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট নিয়ে এলাম।তিনি এটিকে জবেহ করলেন এবং তার পিছনের অংশ কিংবা তিনি বলেছেনঃ দুই রান নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমতে পাঠিয়ে দেয়া হল এবং তিনি তা গ্রহণ করলেন।
حدثنا أبو الو ليد حدثنا شعبة عن هشام بن زيد عن أنس رضي الله عنهزقال أنفجنا أرنباو نحن بمر الظهر ان فسعى القوم فلغبو افأ خذ تها فجنت بهم إلى أبي طلحة فذ بحها فبعث بور كيها أو قال بفخذ يها إلى النبي صلى الله عليه و سلم فقبلها
অর্থঃহযরত আনাস রদ্বিয়াল্লাহু আনহু উনার থেকে বর্ণিত।তিনি বলেনঃআমরা ‘মাররুয যাহরান’ নামক স্থানে একটি খরগোশ ধাওয়া করলাম।তখন লোকজনও এর পিছনে ছুটল এবং তারা ক্লান্ত হয়ে পড়ল।এরপর আমি সেটিকে ধরতে সক্ষম হলাম এবং আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট নিয়ে এলাম।তিনি এটিকে জবেহ করলেন এবং তার পিছনের অংশ কিংবা তিনি বলেছেনঃ দুই রান নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমতে পাঠিয়ে দেয়া হল এবং তিনি তা গ্রহণ করলেন।
√ (বুখারী শরীফ, ৯ম খন্ড ,হাদীছ শরীফ নং-৫১৩৭, ১৮৬-১৮৭ পৃঃ)
Join our facebook group: click here

0 تعليقات