মহিলাদের জন্য স্বর্নের চেয়েও উপকারী সুন্নতী মেথি

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা মেথি দ্বারা আরোগ্য লাভ কর।
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করেন, যদি আমার উম্মত জানতো মেথির মধ্যে কি (উপকারিতা) রয়েছে, তবে তারা তা স্বর্ণ দিয়ে ওজন করে খরিদ করতো।”
সৌন্দর্য বৃদ্ধি এবং নানা রোগের প্রতিষেধক হিসেবে মেথির বহু উপকারিতা রয়েছে। যেমন-
-সুগার নিয়ন্ত্রণে রাখে। ইনসুলিনের কার্যক্ষমতা এবং পরিমাণ বাড়িয়ে দেয় মেথি।
-সকালে খালি পেটে মেথি খাওয়া মানে হজম ক্ষমতা বেড়ে যাওয়া। আর ঝরবে অতিরিক্ত মেদও।
-কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে মেথি খুব ভালো কাজ করে।
-মেথি অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে হজমের সমস্যা দূর করে। মেথিতে থাকা ফাইবার পেট পরিষ্কার রাখে।
-নিয়মিত মেথি গ্রহণে ধমনী, শিরার চর্বি থাকতে পারে না। রক্ত চলাচল ঠিক থাকায় ভালো থাকে হার্ট।
-মেথি পরিষ্কার করে কিডনি, ইউরিন ক্লিয়ার রাখে। কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা কমে যায়।
-দুগ্ধদানকারীনি মায়ের বুকের দুধ বাড়াতে মেথি উপকারি।
-বুকের জমাটবাধা কফ নিঃসরণ, সাইনাস ও ফুসফুস সংকোচন সমস্যার সমাধানে মেথি উপকারি।
-ত্বকের ফোঁড়া, পুড়ে যাওয়া অংশে মেথির ব্যবহার উপকারি
-গোসলে বা মুখ ধোয়ার উপকরণ হিসেবে মেথির বহুল ব্যবহার আছে।
বিভিন্ন ধরণের পবিত্র সুন্নতী খাদ্য এবং নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ধরণের পবিত্র সুন্নতী সামগ্রী পেতে যোগাযোগ করুন-
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র, সাইয়্যিদুল আইয়াদ শরীফ গেট, ৫ আউটার সার্কুলার রোড, রাজারবাগ শরীফ, ঢাকা- ১২১৭
ফোন: ০১৭৮২-২৫৫২৪৪, ০১৩০২-৯৪৫৮২০, ০১৭১১-২৭২৭৭৩, ০১৭১১-২৭২৭৮৬

إرسال تعليق

0 تعليقات