সুন্নতী ফল মান্না পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্রে

হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সাল্লাম উনার সময় মহান আল্লাহ পাক খাদ্য সহ খাঞ্জা নাজিল করেছিলেন, ঐ খাবারের মধ্যে মান্নাও ছিল।

মান্না (Truffle) এক প্রকার ছত্রাক যা পাহাড়ী এলাকায় মাটির নিচে গাছের শিকড়ের গোড়ায় জন্মে। মান্না বেশ মেটে ঘ্রান যুক্ত হয়। সাধারণত প্রশিক্ষিত কুকুর দিয়ে লোকজন বনে-জঙ্গলে মান্না সংগ্রহ করে। সাধারণত একটা ফল ২০-৫০ গ্রাম ওজনের হয়। মান্নার আকার যত বড় হয়, এর দাম তত বেশি হয়।
মান্না অত্যন্ত দামি খাবার। বিশ্বের সবচেয়ে অভিজাত রেস্টুরেন্টে নানান খাবারের সাথে মান্না ব্যবহার করা হয়। মান্না যাস্ট স্লাইস করে ডিশের মধ্যে দিয়ে দেয়া হয় ।
মহা সম্মানিত সুন্নত মুবারক প্রচার কেন্দ্রে এই দূর্লভ মান্না ফল পাওয়া যাচ্ছে। মান্না ফল পার কেজি প্রায় ৫০ হাজার টাকার উপরে।
মহান আল্লাহ পাক তিনি মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম এবং সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাদের মুবারক উসীলায় কুল উম্মাহকে পবিত্র সুন্নত মুবারক সম্পর্কে হাক্বীক্বী ইলম অর্জন করে সে অনুুযায়ী আমল করার তাওফীক্ব দান করুন আমীন।

বিভিন্ন ধরণের সুন্নতী খাদ্য এবং নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ধরণের সুন্নতী সামগ্রী পেতে যোগাযোগ করুন-
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র, সাইয়্যিদুল আইয়াদ শরীফ গেট, ৫ আউটার সার্কুলার রোড, রাজারবাগ শরীফ, ঢাকা- ১২১৭
ফোন: ০১৯৪৪-৫৭৬৮৩৩, ০১৭১১-২৭২৭৭৩, ০১৭১১-২৭২৭৮৬
E-mail: sunnat.info@gmail.com Website: sunnat.info

إرسال تعليق

0 تعليقات