সাপ্তাহিক সুন্নাতী কুইজ প্রতিযোগিতা

মহান আল্লাহ পাক রব্বুল আলামীন উনার মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক লাভ ও হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মহাসম্মানিত সুন্নত মুবারক বিষয়ক ইলম অর্জন এবং প্রচার-প্রসার করার লক্ষে আপনাদের প্রিয় "আসুন সুন্নাতী জীবন গড়ি" গ্রুপে প্রতি সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ তথা সোমবার শরীফে নিয়মিতভাবে "সাপ্তাহিক সুন্নাতী কুইজ" প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ!

★ সাপ্তাহিক সুন্নাতী কুইজে অংশগ্রহণের নিয়মাবলিঃ
  • ১/ উত্তর অবশ্যই সর্বোত্তম আদব সহকারে লিখতে হবে।
  • ২/ "আসুন সুন্নাতী জীবন গড়ি" গ্রুপে কমপক্ষে ১২জন ফ্রেন্ড ইনভাইট দিয়ে স্কিনশট দিতে হবে।
  • গ্রুপ লিংকঃ https://facebook.com/groups/195960345033374/
  • ৩/ উত্তর ও স্কিনশট কমেন্টবক্সে দিতে হবে।

বিজয়ী তিন জনের জন্য রয়েছে বিশেষ হাদিয়ার ব্যবস্থা।
• মহান আল্লাহপাক ও হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনারা আমাদের সকলকে উনাদের গোলামী ও মহাপবিত্র সুন্নত মুবারক সম্পর্কে জানার ও প্রচার-প্রসার করার তৌফিক দান করুন। আমিন!

Post a Comment

0 Comments