সাওয়ীক্বঃ এক কাপ সাওয়ীক্ব, সারা দিনের সজীবতা


নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মুল মু'মিনীন সাইয়্যিদাতুনা আল ‘আশিরাহ আলাইহাস সালাম উনার নিসবতে আযীম শরীফে ওলীমা মুবারক করেছিলেন খুরমা ও ছাতু সহযােগে। সুবহানাল্লাহ। (আবু দাউদ শরীফ, তিরমিযী শরীফ, ইবনে মাজাহ শরীফ)

✅ কেন সাওয়ীক্ব খাবেন?
================
শারীরিক দুর্বলতা কাটায়
রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়ে
দ্রুত ক্ষত আরােগ্য হয়
ভিটামিন ও খনিজ পদার্থ
বিভিন্ন পরিপােষক (নিউট্রিয়েন্ট) উপাদানের সমন্বয়
সকল বয়সের উপযােগী
ডায়াবেটিস রোগীরাও খেতে পারে।
১৯টির বেশি উপাদানের সমন্বয়ে তৈরি সুন্নতী সাওয়ীক্ব (এনার্জি ফুড)
অনেক শক্তিবর্ধক
উপাদানসমূহ: বিশেষভাবে প্রস্তুতকৃত এ খাবারে রয়েছে ১৯টিরও বেশি পুষ্টিকর উপাদান। যেমন- যব, গম, ভুট্টা, আখরােট, পেস্তা বাদাম, কাঠ বাদাম, কাজু বাদাম, খুরমা, কালােজিরা, ছােলা, তিল, সয়া, ডাবলি, শুকনাে নারকেল, এলাচ, সুক্রোজ ইত্যাদি।
খাওয়ার নিয়মঃ
--------------------
এক কাপ গরম পানির সাথে এক চামচ মিশিয়ে খেতে পারেন।
আপনার সুন্নতী পণ্য সামগ্রী আজই সংগ্রহ করুন।
আমাদের রয়েছে হোম ডেলিভারী সুবিধা এবং ওয়েব সাইট https://sunnat.info এর মাধ্যমেই পেমেন্ট পরিশোধের সুবিধা।
যোগাযোগের ঠিকানাঃ
আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র।
৫/১ আউটার সার্কুলার রোড রাজারবাগ শরীফ, ঢাকা।
যোগাযোগ নাম্বার:
☎️+8801782 255 244
🌐ভিজিট করুন: https://sunnat.info

Join Our Facebook Group : click here

Post a Comment

0 Comments