পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি চামড়ার মোজা পরিধান করেছেন। উক্ত চামড়ার তৈরী মোজা মুবারক ছিলো খয়েরী রঙের। সুবহানাল্লাহ! এই সম্মানিত সুন্নতী খয়েরী চামড়ার মোজা দায়িমীভাবেই পরিধান করা খাছ সুন্নত।
বর্তমান যামানায় প্রায় অবলুপ্ত হয়ে যাওয়া সকল সুন্নত সমূহকে পুনরায় জিন্দা করে জারি করার ব্যবস্থা করেছেন এবং করে যাচ্ছেন আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। সুবহানাল্লাহ! আর এ জন্য উনারই মুবারক পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়েছে “আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র।” সুবহানাল্লাহ!
বরকতময় এই “আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্রে” রয়েছে বিভিন্ন প্রকার নিত্যপ্রয়োজনীয় সুন্নতী সামগ্রীর বিপুল সমাহার। তাই পবিত্র সুন্নত মুবারক পালনার্থে, নিজেকে পবিত্র সুন্নত মুবারক উনার রঙ্গে রঞ্জিত করতে, খাছ রহমত, বরকত হাছিল করতে “আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র” থেকে সংগ্রহ করতে যোগাযোগ করুন-
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র, সাইয়্যিদুল আইয়াদ শরীফ গেট, ৫ আউটার সার্কুলার রোড, রাজারবাগ শরীফ, ঢাকা- ১২১৭
ফোন: ০১৭৮২-২৫৫২৪৪, ০১৩০২-৯৪৫৮২০, ০১৭১১-২৭২৭৭৩, ০১৭১১-২৭২৭৮৬
E-mail: sunnat.info@gmail.com Website: sunnat.info

0 Comments